সভাপতির বাণী


সভাপতির বাণী

                                              “গুণগত শিক্ষা ও শিক্ষার অনুকূল পরিবেশ

                                           শিক্ষার্থীকে করবে সমৃদ্ধ, এগিয়ে যাবে বাংলাদেশ।“

জ্ঞানই শক্তি জ্ঞানই আলো। শিক্ষাই গতি, শিক্ষাই করবে দূর জগতের যত কালো। শিক্ষাই পারে তথ্য প্রযুক্তির সঠিক প্রয়োগ ও বাস্তবায়নের মাধ্যমে মানুষের জীবন ধারাকে উন্নত থেকে উন্নত্বর করতে। এ শিক্ষার জন্য, শিক্ষিত জাতির জন্য ১৯২৪ সাল থেকে মাগুরা শহরে জাতীয়  কৃষ্টি, কালচার, সভ্যতা, সংস্কৃতি ও ঐতিহ্যের ধারক হয়ে নিরলস সেবা দিয়ে যাচ্ছে মাগুরা আব্দুল গণি একাডেমী।

এ প্রতিষ্ঠানের কার্যক্রমকে আরো যুগোপযোগী ও আধুনিক করার লক্ষ্যে বিভিন্ন প্রকল্প হাতে নেয়া হয়েছে। একটি আর্ন্তজাতিক মানসম্পন্ন ওয়েবসাইট চালুকরণ তার একটি অংশ মাত্র। যার মাধ্যমে আমাদের বিদ্যালয়ের বিভিন্ন তথ্য ও ছবি বিশ্বব্যাপী ছড়িয়ে পড়বে এবং প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ঘরে বসেই পরীক্ষার রুটিন, সিলেবাস, হাজিরা, ভর্তি ফরম পাবে। অভিভাবকরাও ঘরে বসেই উত্তরোত্তর তাদের সন্তানের পরীক্ষার ফল, আচরণিক পরিবর্তন, সাফল্য, আত্নপ্রকাশ ক্ষমতা সম্পর্কে জানতে পারবে। এরই ফলশ্রুতিতে বর্তমান সরকারের “স্মার্ট বাংলাদেশ” বাস্তবায়ন প্রক্রিয়া চলমান থাকবে-এ দৃঢ় প্রত্যয় ব্যক্ত করছি।

পাশাপাশি শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে সুসম্পর্ক তৈরি হবে এবং মাগুরা আব্দুল গণি একাডেমীর প্রাক্তন, বর্তমান ও অনাগত শিক্ষক-শিক্ষাথী, অভিভাবক, শুভানুধ্যায়ী, মহৎপ্রাণ ব্যক্তিগণ তাদের প্রিয় প্রতিষ্ঠানের ইতিহাস, ঐতিহ্য, শিক্ষক-শিক্ষার্থীদের তথ্য, বিভিন্ন অর্জন, বিজ্ঞপ্তি ও অন্যান্য তথ্য সমূহ দেখে উপকৃত কিংবা শিহরিত হবেন। দূর থেকে আমাদের অন্তরাত্নার রাখি বন্ধনে আবদ্ধ হবেন। এতে এ প্রতিষ্ঠানের সামগ্রিক মানোন্নয়নে একটি নতুন মাত্রিকতা তার একটি অংশ মাত্র। তাই মাগুরা আব্দুল গণি একাডেমী ও এ প্রতিষ্ঠান সংশ্লিষ্ট সকলকে শুভেছা জানিয়ে এ ওয়েবসাইটের শুভ সূচনালগ্নে শুভকামনা করছি।

 

বর্তমান গভর্নিং বডির নামের তালিকা

নাম ক্যাটাগরি পদবী
জনাব আমিনুল ইসলাম চেয়ারম্যান সভাপতি
মোঃ সাজ্জাদুর রহমান সাধারণ শিক্ষক সদস্য সহকারী শিক্ষক
মোঃ জাহাঙ্গীর আলম অভিভাবক সদস্য
মোঃ জহির হোসেন সদস্য সচিব প্রধান শিক্ষক

শিক্ষক-শিক্ষিকা কর্ণার

  • জনাব মোঃ জহির হোসেন

    প্রধান শিক্ষক

  • মোঃ গোলাম ফারুক

    সহকারী প্রধান শিক্ষক

  • রওশন আরা পারভীন

    সিনিয়র শিক্ষক

  • নার্গস দিল তাহেরা

    সিনিয়র শিক্ষক

  • মোঃ ফিরোজুর রহমান

    সহকারী শিক্ষক

  • মোঃ ইউনুস আলী

    সিনিয়র শিক্ষক

  • মোঃ আকরাম হোসেন

    সিনিয়র শিক্ষক

  • প্রশান্ত কুমার বিশ্বাস

    Assistant Teacher

  • সৈয়দ আলী আহসান

    Assistant Teacher

  • সাজ্জাদুর রহমান

    Assistant Teacher

  • নার্গিস আক্তার

    Assistant Teacher

  • আশীষ মল্লিক

    Assistant Teacher

  • মোঃ পিয়াস

    Computer Lab Operator

  • কাজী হুসাইন

    অতিথি শিক্ষক

  • মোঃ নজির আহম্মেদ

    অতিথি শিক্ষক

  • মোঃ শিমুল

    অতিথি শিক্ষক

  • তানজির আহমেদ

    অতিথি শিক্ষক

  • মাজেদা খাতুন

    অতিথি শিক্ষক

  • তৃপ্তি খাতুন

    সহকারী শিক্ষক

  • শুভংকর বিশ্বাস

    সহকারী শিক্ষক

  • প্রিয়াংকা তরফদার

    সহকারী শিক্ষক

  • মোঃ জুয়েল হোসেন

    সহকারী শিক্ষক

  • মৃত্যুঞ্জয় বিশ্বাস

    সহকারী শিক্ষক

More Links

youtube

Contact us

  • Cell: +8801736977928, +8801309117908
  • E-Mail:sch117908@gmail.com
facebook twitter youtube youtube

© All Rights Reserved by MAGURA ABDUL GANI ACADEMY , 2015-2025.

Technical Support:   STITBD.